নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠ, রামগঞ্জঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮জুলাই) বিকেল ৪টায় মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চুর যৌথ সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ -সভাপতি সফিকুল ইসলাম।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সমাজ সেবা সম্পাদক এম.এ মমিন পাটোয়ারী, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাজু আহম্মেদ, কামরুল হাসান মাসুম, শ্রমিকলীগ নেতা মামুন ভূঁইয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জে আওয়ামীলীগ মনোনিত যোগ্য প্রার্থীকে নৌকার মাঝি করার আহ্বান জানান।
এসময় আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান করেন তারা