নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভপতি সামছুল হক মিজান বলেন, আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকাতে হবে।
মঙ্গলবার (১৮জুলাই) বিকাল ০৪ টায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনীতে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সামছুল হক মিজান বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৫মাস বাকি। আপনারা সকলে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে, মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের সকল উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ-হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শান্তি সমাবেশে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।