নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন বাই-সাইকেল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বুধবার (০৯ আগস্ট) বিকেল ০৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ বাই-সাইকেলগুলো ও গাছের চারা বিতরণ করেন
লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান।এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।।