নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ কন্ঠঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পৌরসভা প্রাঙ্গনে উপজেলা এবং পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধো আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহজাহান এবং দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল হক মিজান, আবু তাহের পাটোয়ারী, হাসানুজ্জামান হেলাল, হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদ পাটোয়ারীসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী সামছুল হক মিজানের ব্যক্তিগত অর্থায়নে দেড় শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে ছাতা বিতরন করা হয়।