নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচীর সহায়তাকরণ হিসেবে চেয়ারম্যানদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ আগস্ট) মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, থানার ওসি মোঃ এমদাদুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন, শ্যামছুল ইসলাম সুমন, জাহীদ মীর্জা, ফয়েজুল্লাহ জিসানসহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দগন।