নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ২১ বোতল বিদেশি ভোদকা/হুইস্কি (মদ) সহ মোঃ শামীম হোসেন তুহিন (২৫) নামে ০১ জনকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ০১.০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ কামাল উদ্দিন ও এসআই রাজিব কুমার দাস সংগীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শামীম হোসেন পৌর নন্দনপুরের মোঃ হাশেম ভূঁইয়া ছেলে এবং পেশায় একজন ফুল ব্যবসায়ী।
থানা সূত্রে জানা যায়, মোঃ শামীম হোসেন তুহিন দীর্ঘদিন ধরে ফুল বিক্রির আড়ালে বিদেশি মদ (হুইস্কি) বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতারপাড়া কলাবাগানস্থ শামীম হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,
তার বিরুদ্ধে রামগঞ্জ থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, রুজু করা হয়।
তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।