নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাইজা আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার লামচর ইউপির উত্তর কালিকাপুর ওয়ারিশ পাটোয়ারী বাড়ির মোঃ হেলাল উদ্দিন (বাচ্চুর) বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার ছোট মেয়ে ফাইজা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে দক্ষিণ কালিকাপুর মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। এমনটি জানিয়েছেন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মমিনুল হক।
ফাইজা আক্তার, উওর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) বিকেলে নিজ বসত ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে দেখে বড় বোন চিৎকার করলে বাড়ির লোকজন ফাইজাকে ঝুলতে দেখে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মমিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।