নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী শামছুল হক মিজানের উদ্যোগে একযোগে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফ্রি ইন্টারনেট সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শামছুল হক মিজান তার ব্যক্তি উদ্যোগে ইছাপুর ইউনিয়ন পরিষদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফিতা কাটার মাধ্যমে এই উদ্ভোধন ঘোষণা করেন।
এসময় উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, রামগঞ্জ বাসস্ট্যান্ড, সোনাপুর চৌরাস্তাসহ রামগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ পাবলিক প্লেজে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু করা তিনি।
এসময় শামছুল হক মিজান বলেন, আমার নেত্রী বলছেন, বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার উন্নয়নকে জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন পরিষদে, হসপিটালে বা বিভিন্ন স্থানে সেবা নিতে আসা সাধারণ জনগন যেনো ভোগান্তিতে না পড়ে সেই জন্যই আমার এই উদ্যোগ।
ফ্রি ইন্টারনেট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ইছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহের কারি, ইউনিয়র পরিষদের সচিব মাসুদ আলম, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওলি ব্যাপারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম স্বপন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেনসহ অনেকে।