নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর রামগঞ্জ পার্টি প্যালেজে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে রামগঞ্জ শহরে এক র্যালি আয়োজন করে উপজেলা ও পৌর যুবলীগ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মামুনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম- আহবায়ক ও সাবেক কাউন্সিল শাখাওয়াত হোসেন রাজুর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগ যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌর আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আবদুল হান্নান বাবু, সাবেক জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আবদুল জব্বার লাভলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল, মাহবুবুর রহমান টিটু, সদস্য কামরুল হাসান মাসুম, কাজী মাসুদ রানা, মমিন মুন্সি, মাসুদ আটিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলী মর্তুজা বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহীদ চৌকিয়া, পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, উপজেলা শ্রমীকলীগের সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ, পৌর শ্রমীকলীগের সদস্য সচিব নুর নবী, যুবলীগ নেতা রিপন, রুবেল প্রমুখ।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) এর আজকে জন্মদিন। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জন্মদিন।
আপনারা জানেন, আমার রাসুলুল্লাহ (সাঃ) যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল একটি অন্ধকার যুগ। এ পৃথিবীতে কোনো সভ্যতা ছিল না। আমার প্রিয় নবী এ পৃথিবীকে আলোর পথ দেখিয়েছেন, সবাইকে ইসলামের পথে এনেছেন।
আর আমাদের দেশ, এদেশকে আলোর পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বিগত ১৫ বছরে আমাদের প্রধানমন্ত্রী এদেশকে বিশ্বের উন্নত দেশের তালিকায় নিয়ে গেছেন। আজ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সাথে মাথা তুলে দাঁড়িয়েছে।