নিজস্ব প্রতিনিধিঃ–
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সাথে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় হাবিবুর রহমান পবনের নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি ও এস টিভি বাংলা প্রতিনিধি হাজী মোহাম্মদ মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।
এছাড়াও কার্যনির্বাহীর সদস্য ডিপিসি টিভি প্রতিনিধি মোঃ সামছুল আলম মজুমদার, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, দৈনিক মা-মাটি এবং মানুষ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ, বাংলার প্রতিদিন প্রতিনিধি নাজমুল হোসেন বাপ্পি, সত্যের সন্ধানে প্রতিনিধি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বলেন, আমি অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ইনশাল্লাহ অতীতেও ছিলাম, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবো।
রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা যে কোন প্রয়োজনে যে কোন সময় ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাশে পাবেন।
আপনারা রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ শিক্ষিত, মার্জিত এবং ভদ্রলোক। আপনারা সমাজের দর্পণ। আপনারা আগামীদিনে ইনশাল্লাহ এ সংগঠনকে নিয়ে এগিয়ে যাবেন। রামগঞ্জের যত অপরাজনীতি বলেন, সমাজের অবক্ষয়, বিশেষ করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মাদককে জিরো টলারেন্সে নিবেন। মাদক কিন্তু সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক আমাদের এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে নারী নির্যাতন, গ্রামে এবং শহরে যেসকল বাচ্চা মেয়েরা স্কুল- কলেজে যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হচ্ছেন, এ বিষয়ে আপনারা সদা সতর্ক থাকবেন এবং এ বিষয়টি জাতির কাছে তুলে ধরতে হবে। আপনাদের মাধ্যমেই কিন্তু একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব।
আপনারাই এগিয়ে যাবেন। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনাদের সাথে আমি আছি এবং থাকব। ধন্যবাদ সবাইকে।