নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথিতযশা সাংবাদিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়েদুল হকের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় সাংবাদিক ওবায়েদুল হকের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ মহসীন, সহ-সভাপতি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল।
এছাড়াও কার্যনির্বাহীর সদস্য মোঃ আরিফ হোসেন, আলমগীর হোসেন, মহিবউল্যাহ, নাজমুল হোসেন বাপ্পি, মোঃ মেহেদী হাসান প্রমুখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশ প্রেমিক ও সাদা মনের এই সাংবাদিককে কখনো লোভ লালসায় গ্রাস করতে পারেনি। তিনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেই সৎ সাহস ও দৃঢ়তা রেখেই সংবাদ লিখে গণমানুষের হৃদয়ে নাম লিখেছেন। তিনি কখনো জটিল সংবাদকে চাপা দিয়ে রাখেননি বরং পত্রিকায় প্রকাশে উদ্যোগী হয়েছেন। রামগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের শিরোমনি ওবায়েদুল হককে রামগঞ্জের মানুষ আজীবন স্মরণ রাখবেন।