• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যুবলীগ নেতা হাবিবুর রহমান পবনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামীলীগ নেতা শামছুল হক মিজান আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়- হাবিবুর রহমান পবন রামগঞ্জে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা রামগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৪ বসতঘর পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি রামগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা রামগঞ্জে নবাগত ওসি মোহাম্মদ সোলাইমানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় এপিজে আবদুল কালাম পুরস্কার পেলেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল রামগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

রামগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বরিয়া বাড়ির দক্ষিণ পাশে আমতলী বিলে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে ফসলি জমি।

গৌরীপুর গ্রামের বরিয়া বাড়ির মৃত হাশেম এর ছেলে মোঃ রুবেল হোসেন দীর্ঘদিন ধরে তার এ অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও তা দেখার কেউ নেই।

সোমবার ( ১৬ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ১ মাসের বেশি সময় ধরে চলছে ড্রেজার মেশিন। এতে হুমকির মুখে পড়ছে ফসলি জমি।

স্থানীয়রা জানান, মোঃ রুবেল হোসেন ড্রেজার মেশিন ভাড়া করে এনে দীর্ঘদিন ধরে, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে এলাকার বিভিন্ন স্থানে বালু উত্তোলন করে আসছে। এলাকা বাসী আরো বলেন, রুবেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাই ভয়ে কেউ কোন প্রকার প্রতিবাদ করছে না। রুবেল এই বিল থেকে কয়েক বছর ধরে মাটির ব্যবসা করে আসছে। এখন বর্সার সময়ে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছে। পানি শুকিয়ে এলে টলি দিয়ে মাটির ব্যবসা করে থাকেন। শুকনোর সময় কয়েক বার ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম মীর্জা বন্ধ করলেও তা আবার দুই একদিন পরে শুরু করতেন টলি দিয়ে মাটি বিক্রি।

এই বিষয়ে রুবেল হোসেনকে মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে বলেন, আমি এক মাস ধরে বালু উত্তোলন করতেছি। আপনি ছবি তুলে যা করার করেন, এগুলো কিছু হবে না আর হয়না। কারো কোন ক্ষতি হতে দেখি নাই। বলে ফোন কেটে দিয়ে এর কিছুক্ষণ পর সে নিজ থেকে কল করে সাংবাদিকে হুমকি দেয় এবং খারাপ ব্যবহার করে।

এই বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম মীর্জা বলেন, আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখবো ।

রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম বলেন, আমি তশীল দারকে মেশিন টা বন্ধ করার নির্দেশ দিতেছি। সকাল ১১.০৩ মিনিটে এই কথা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪ টা পর্যন্ত মেশিন চলছে বলে খবর পাওয়া যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category