নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসন থেকে নৌকা প্রতিকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামীলীগের দুর্দিনে রাজপথে লড়াকু সৈনিক হাবিবুর রহমান পবন।
আজ রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি।
পরে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাবিবুর রহমান পবন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাবিবুর রহমান পবন
বলেন, আমার প্রিয় রামগঞ্জবাসী, আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা দেখে আমি মুগ্ধ।
মহান আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া ও অকুণ্ঠ ভালোবাসার শক্তিতে আজ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
অতিতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের দোয়া ও ভালবাসা আমার প্রতি অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, আমার প্রিয় নেত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। মাননীয় নেত্রী আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিলে আমি সবটা উজাড় করে দিয়ে রামগঞ্জবাসীর জন্য কাজ করবো।